Class 5 Bengali Model Activity Task Part 7 Answers

Class 5 Bengali Model Activity Task Part 7 Answers

Class 5 Bengali Model Activity Task Part 7 Answers

বাংলা — পঞ্চম শ্রেণি

১) ১) আলোচ্য অংশটিতে মোরগ, ব্যাংঙ ,মৌমাছি ও বাঘের কথা বলা হয়েছে।

একবার খরা বা অনাবৃষ্টি দেখা দিলে মানুষ সহ সমস্ত পশু, পাখি ও গাছপালা সবকিছু ধ্বংসের দিকে যাচ্ছে। ধ্বংসের হাত থেকে রক্ষা পাবার জন্য ব্যাঙ, মৌমাছি ও বাঘ ভগবানের কাছে গিয়েছিল তাদের সমস্যা সমাধানের অনুরোধ করার জন্য।

২) আলোচ্য অংশটি কবি মৈত্রী দেবীর লেখা ঝড় কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানকার বক্তা হলেন কবি স্বয়ং নিজেই। কবি দুপুর বেলা যখন বন্ধুদের সঙ্গে খেলা করছিল সেই সময় হঠাৎ করে ঝড়ের আগমন ঘটে। তার ফলে বাতাসে সমস্ত কিছু এলোমেলো হয়ে যায় এবং সমস্ত দিক অন্ধকারে মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। কালো মেঘের এই অপরূপ দৃশ্য দেখে কবির খুব ভালো লেগেছে।

৩) উদ্ধৃত অংশটি শিব শংকর মিত্রের লেখা মধু আনতে বাঘের মুখে রচনার অংশ। মৌচাক থেকে মধু সংগ্রহ করার জন্য ভয়ঙ্কর মৌমাছিদের ভুল পথে চালিত করার মন্ত্রের কথা এখানে বলা হয়েছে।

মধু আনতে বাঘের মুখে রচনা অংশে মন্ত্র জানা লোকটির নাম হল– ধনাই।

৪) উদ্ধৃত অংশটি অশোক বিজয় রাহার লেখা মায়াতরু কবিতার অংশ। কবিতাটিতে এক মায়াবী গাছের বিভিন্ন সময়ের বিচিত্র রূপের বর্ণনা দিয়েছেন কবি এখানে। বৃষ্টি শেষে যখন আকাশের চাঁদ উঠত তখন গাছের পাতাগুলো কে দেখে কবির মনে হতো– ঝাঁক বেঁধে লক্ষহীরার মাছ যেন গাছের মাথায় মুকুট হয়ে রয়েছে।

৫) উদ্ধৃতাংশটি বীরু চট্টোপাধ্যায়ের লেখা ফনিমনসা ও বনের পরী নাটক থেকে নেওয়া হয়েছে। ছোট্ট ফনিমনসা গাছ তার নিজের রুপে খুশি ছিল না। তাই সে বনের পরীর আশীর্বাদে নিজেরই পাতা গুলিকে সুন্দর সোনার পাতায় পরিবর্তিত করেছিল। কিন্তু তার সুখ দীর্ঘস্থায়ী হয়নি। কিছু ডাকাত এসে তার সমস্ত সোনার পাতা লুট করে নিয়ে চলে যায়। সে কারণ এই ছোট্ট ফনিমনসা গাছ টি কান্নায় ভেঙে পড়েছিল।

২/১)১) কর্তা মশাইয়ের আদেশে সকলে একসঙ্গে চলল।
২) তীর্থর দাদা কলেজের অধ্যাপক।
৩) পাঠকদের সমাগমে লেখক একে একে সব প্রশ্নের উত্তর দিলেন।

২/২)১)কবি=মহিলা কবি
২)গুনবান=গুনবতী

All Exams Guru Home PageClick Here
All Classes Model Activity Task 2021 Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *