Class 5 Bengali Part 1 Model Activity Task 2021 Answers:
পঞ্চম শ্রেণির মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তরপত্রঃ
বিষয়ঃ বাংল/ পার্ট- ১ পঞ্চম শ্রেণির মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রশ্ন ও উত্তর বিষয় বাংলা উত্তরপত্র ক্লাস ফাইভ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পঞ্চম শ্রেণির মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রশ্ন ও উত্তর 2020
১. গল্পবুড়ো তার ঝুলিতে কি কি আছে তা দেখার জন্য ডাক দিয়েছিলো।
২. বুনো হাঁসেরা জোয়ানদের ঘাঁটিতে টিনের মাছ , তরকারি , ভুট্টা , ফলের কুচি , ভাত ইত্যাদি খেতো।
৩. এতোয়া গ্রামের জমিদার মতিবাবুর রাখাল। তার গোরু,মোষ , ছাগল চাড়ায় । আম বাগানে গোরু চরাতে চরাতে টোকো আম কুড়িয়ে নেয়। মেটে আলু মাটি খুঁড়ে বের করে, শাক তোলে, খাবারের কোনো ঠিক থাকে না। মনে মনে ভাবে কি কি খাবে। এভাবেই তার সারাদিন চলে যায়।
৪. বিমলার অভিমানের কারণ সে সারাদিন সবার ফাইফরমাশ খাটে , সব কাজ তাকে করতে হয়। তবুও ছোট ভাই অবনী ও দাদা সমস্ত খাবারের বেশির ভাগটাই ভাগ পায় আর বিমলার জন্য থাকে নাম মাত্র।
৫. এক বা একধিক ধ্বনি পাশাপাশি বসে ‘শব্দ’ তৈরী করে।
আর শব্দের সাথে বিভক্তি যুক্ত হয়ে পদ তৈরী হয়।
Check Also: