Class 6 Science Model Activity Task III (September) Part 6 Solution:
১. ঠিক উত্তর নির্বাচন করো : ১x৩
১.১ যেটি আগ্নেয়শিলা তা হলো _
(ক) চুনাপাথর (খ) বেলেপাথর (গ) মার্বেল পাথর (ঘ) গ্রানাইট।
উত্তরঃ
১.২ দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম এককটি হলো __
(ক) ডেকামিটার (খ) ডেসিমিটার (গ) মিটার (ঘ) মিলিমিটার।
উত্তরঃ
১.৩ মানুষের বুড়ো আঙুলে যে ধরনের অস্থিসন্ধি দেখা যায় সেটি হলো __
(ক) পিভট সন্ধি (খ) হিঞ্জ সন্ধি (গ) স্যাডল সন্ধি (ঘ) বল এবং সকেট সন্ধি।
উত্তরঃ
২. ঠিক বাক্যের পাশে “✓”আর ভুল বাক্যের পাশে “✕” চিহ্ন দাও : ১✕৩
২.১ কোনো স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করা হলে তার মধ্যে গতিশক্তি সঞ্চিত হয়।
উত্তরঃ
২.২ কোনো তরলের প্রবাহিত হওয়ার বেগ বাড়লে সেই তরলের মধ্যের চাপ বেড়ে যায়।
উত্তরঃ
২.৩ লিগামেন্ট পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে।
উত্তরঃ
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ২✕২=৪
৩.১ “ভোতা ছুরিতে সবজি কাটা শক্ত” __ চাপের ধারণা প্রয়োগ করে কারণ ব্যাখ্যা করো।
উত্তরঃ
৩.২ মানবদেহে কীভাবে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত বাম নিলয়ে পৌছোয়?
উত্তরঃ
৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও : ৩✕২=৬
৪.১ “সমস্ত জীবাশ্ম জ্বালানির মূলেই আছে সূর্যের শক্তি” _ ব্যাখ্যা করো।
উত্তরঃ
৪.২ তোমার বন্ধুর ওজন 60 কেজি আর উচ্চতা 4.5 ফুট। তোমার এ বন্ধুর দেহভর সূচক নির্ণয় করো। তোমার বন্ধুর দেহভর সুচক সম্বন্ধে তোমার মতামত লেখো।
উত্তরঃ
Nice