Class 8 History Model Activity Task (October) part 7 Solution:

Class 8 History Model Activity Task Part 7 (October) 2021 Question Paper:
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
অষ্টম শ্রেণি
ইতিহাস
‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
১.১ আত্মীয় সভা | (ক) জ্যোতিরাও ফুলে |
১.২ জাতীয় মেলা | (খ) রামমোহন রায় |
১.৩ সত্যশোধক সমাজ | (গ) স্বামী দয়ানন্দ সরস্বতী |
১.৪ আর্য সমাজ | (ঘ) নবগোপাল মিত্র |
২. শূন্যস্থান পূরণ করো:
২.১ সাগরে কন্যাশিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেন _____________ |
২.২ মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয় ________________ নেতৃত্বে।।
২.৩ আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন ______________ |
২.৪ স্বামী বিবেকানন্দ ____________ ধর্ম সম্মেলনে যোগদান করেন।
৩. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
৩.১ বারাসাত বিদ্রোহ কী?
৩.২ ‘নব্যবঙ্গ’ নামে কারা পরিচিত ছিলেন?
৩.৩ মোপালা বিদ্রোহ কেন হয়েছিল?
৪. চার-পাঁচটি বাক্যে উত্তর দাও :
৪.১ সাঁওতাল বিদ্রোহের সমর্থনে ‘হিন্দু প্যাট্রিয়ট’ কেমন ভূমিকা পালন করেছিল?
৪.২ ১৮৫৭-র বিদ্রোহের পর প্রশাসনিক ক্ষেত্রে দুটি উল্লেখযোগ্য পরিবর্তনের উল্লেখ করো।
Class 8 History Model Activity Task (October) part 7 Solution:
অষ্টম শ্রেণীর- ইতিহাস
1/ 1) আত্মীয় সভা-ক) রাজা রামমোহন রায়
2) জাতীয় মেলা-ঘ) নবগোপাল মিত্র
3) সত্যশোধক সমাজ-ক) জ্যোতিরাও ফুলে
4) আর্য সমাজ-গ) স্বামী দয়ানন্দ সরস্বতী
2/ 1) লর্ড ওয়েলেসলি
2) বিরসা লিঙ্গম পান্তুলু
3) সৈয়দ আহমেদ খান
4) শিকাগো
3/ 1) বারাসাত বিদ্রোহ: তিতুমীর বারাসাতের বিস্তীর্ণ এলাকা ইংরেজদের হাত থেকে মুক্ত ঘোষণা করে এবং নিজেকে বাদশাহো বলে অভিহিত করেন। নারকেলবেরিয়া গ্রামে তিনি একটি বাঁশের কেল্লা কে স্থাপন করেন। তিনি তাকি ও গোবরডাঙ্গা প্রভৃতি জমিদারদের কাছে কর আদায় করতে থাকেন। এই বিদ্রোহ বারাসাত বিদ্রোহ নামে পরিচিত।
2) নব্য বঙ্গ: হিন্দু কলেজের অধ্যাপক ডিরোজিও পরিচালিত নব্য বঙ্গ আন্দোলনের অনুগামীদের নব্য বঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হত। স্বাধীন চিন্তা ও যুক্তিবাদী বিশ্বাসী ডিরোজিও তার অনুগামীদের সততা ও দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ করে তুলেছিলেন।
3) মোপলা বিদ্রোহের কারণ: কেরল রাজ্যের আদিবাসী দারিদ্রদের উপর ইংরেজদের অত্যাচার ও আক্রমণ মোপলা বিদ্রোহের জন্ম দেয়। মোপলারা মালাবার অঞ্চলের কৃষি মানুষ। জমিদারের খাজনা ও মহাজনদের অত্যাচার সবমিলিয়ে তীব্র অত্যাচারের ফলে মোপলা বিদ্রোহের সৃষ্টি হয়।
4/1) আধুনিক বাংলার ইতিহাসে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার বিশেষ উল্লেখযোগ্য। এই পত্রিকা থেকে আমরা সমকালীন সমাজ চিত্রের বিভিন্ন ধারণা পাই। এই পত্রিকা থেকে আমরা জানতে পারি যে সাঁওতাল আদিবাসীদের জোর করে ইংরেজরা বেগার খাটাত। এর ফলে সাঁওতালরা ক্ষুব্ধ হয়ে বিদ্রোহী হয়ে ওঠে। তাছাড়া এই পত্রিকায় সাঁওতালদের অত্যাচারের কাহিনী তুলে ধরে জনসাধারণের অক্ষ বদ্ধ করার প্রচেষ্টা লক্ষ্য করা যেত। তাছাড়া আমরা অন্যান্য নানা বিদ্রোহের কথা কোন পত্রিকা থেকে জানতে পারি।
2)ক) ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হয়েছিল এবং এই নিয়ম রানী ভিক্টোরিয়ার হাতে তুলে দেওয়া হয়েছিল।
খ) ভাইসরয় বা রাজপ্রতিনিধি নামের নতুন পথ তৈরি হয়েছিল এবং গভর্নর জেনারেল পদ তুলে দেওয়া হয়েছিল।
গ) ভারত সচিব ভারতের প্রশাসনিক নীতিনির্ধারণে হস্তক্ষেপ করার ক্ষমতা লাভ করেন।
Check Also:
Class 7 History Part 6 Model Activity Task (September, 2021)